top of page

নয়াপুট হাইস্কুলের সদ্য প্রাক্তনী ছাত্রী মৌদিপার সাফল্য

প্রতিনিধি : মৌদিপা জানা এ বছর উচ্চ মাধ্যমিকে ৯৪ % নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগে পাশ করেছে এবং নয়াপুট সুধীর কুমার বিদ্যালয় থেকে মাধ্যমিকে ৯৩ % নম্বর নিয়ে কৃতিত্বের সঙ্গে পাশ করে । বর্তমানে মৌদিপা ইনটিগ্রেটেড এম.টেক. কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে ভারতবর্ষের ঐতিহ্য মন্ডিত প্রতিষ্ঠান VIT অর্থাৎ ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি তে ।

আগামী ৫ বছর 'কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং উইথ স্পেশালাইজেশান ইন ডাটা সায়েন্স' নিয়ে এম টেক পড়াশুনা করবে । বিদ্যালয়ের প্রথম কোন বিজ্ঞানের ছাত্রী এই সুযোগ পাওয়ায় শিক্ষক শিক্ষিকাগন খুবই খুশি । এ বিষয়ে প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই বলেন , মৌদিপা খুবই মেধাবী । মাধ্যমিকে গনিতে ১০০ নম্বর পেয়েছিল । ওর বাবা দীপক জানা সাতমাইল হাইস্কুলের গনিতের শিক্ষক ও মা মৌসুমী জানা ভূগোলের শিক্ষিকা ।

উনারা মেয়ের পড়াশুনার বিষয়ে ও তার প্রতিদিনের অগ্রগতি সম্পর্কে প্রায় খোঁজখবর নিতেন । এমনকি বিদ্যলয়ের বিভিন্ন পরীক্ষার দিনগুলিতে ছাত্রীটি যখন পরীক্ষা দিচ্ছে , তখন তার ৭৫ বছরের মামা , দিদা নাতনির জন্য সোয়া তিন ঘন্টা বিদ্যালয়ের ছাত্রীনিবাসে ঠায় অপেক্ষা করেছেন । অভিভাবকদের এই দায়িত্ব পালন ছাত্র-ছাত্রী দের বড় হওয়ার পথের রসদ জোগায় । মৌদিপা র সাফল্যে প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই অত্যন্ত খুশি ।



Comments


bottom of page