অনিন্দ্য জানা : কি ভাবছেন? চাষ আবার মাটি ছাড়া? হ্যাঁ, ইজরায়েলি বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাটি ছাড়া চাষ এখন জনপ্রিয় হচ্ছে,তাই দেশপ্রান ব্লকে আত্মা প্রকল্পে এই চাষ শুরু হল যার পোশাকি নাম হাইড্রোপনিক্স চাষ পদ্ধতি।
দেশপ্রান ব্লকের সহ সভাপতি তরুন কুমার জানা,বিডিও মনোজ মল্লিক, সভাপতি মৌমিতা দাস, কর্মাধ্যক্ষ কৃষ্ণা জানা, এডিএ নির্মল দিন্দা ,বি টি এম তীর্থঙ্কর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য উৎসুক কৃষক । সবাই সাগ্রহে দেখছেন কিভাবে মাটি ছাড়া চাষ সম্ভব। ব্লকের হর্টিকালচার বিভাগের কর্মী শঙ্কর আচার্য্য বলেন সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ কিছুদিন হাইড্রোপনিক্স চাষ সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলাম কিন্তু প্রত্যন্ত গ্রামে এই প্রযুক্তি কিভাবে আনাবো তার যোগাযোগ পাচ্ছিলাম না, রাজারহাটের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করি, উনারা আগ্রহ প্রকাশ করলেই আত্মা প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী ক্ষেত্র করবার সিদ্ধান্ত নি ,এ ডি এ সহ বি টি এম ও কর্মাধ্যক্ষ সকলেই রাজি হয়ে যান, শুরু হয় যোগ্য কৃষক খুজে বের করার কাজ, আজ তা পুর্নতা পেলো।
আগামীতে এই চাষ ব্যপক সফল হওয়ার সম্ভাবনা রয়েছে,যারা শহরে থাকে চাষের জায়গা নেই,বা মাটি নেই তারা অনায়াসে বাড়ির ছাদে বা বারান্দায় হাইড্রোপনিক্স কিচেন গার্ডেন স্থাপন করে বিষমুক্ত সব্জী উৎপাদন করে নিজের প্রয়োজন মেটাতে পারেন এবং বড় আাকারে ব্যবসা ভিত্তিক চাষও করতে পারেন। এই চাষে যেসকল সুবিধা পাওয়া যায় , প্রথমত বাড়ির মধ্যে বা ছাদে করার কারনে ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে চাষের ক্ষতি হয়না ,তাছাড়া সম্পুর্ন জৈব পদ্ধতিতে হওয়ায় বিষমুক্ত ফসল পাওয়া যায়,এছাড়া অল্প জায়গায় অধিকফলন থাক পদ্ধতিতে এবং পোকামাকড় ও রোগবালাই কম হয়। আগামীতে এই চাষে বেকারত্ব দূরীকরনে একটি বড় ভুমিকা নেবে এই প্রত্যাশায় আছি।
Komentáře