top of page

সবং এর সুন্দরপুর গ্রামে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধি : সরস্বতী আরাধনার অঙ্গ হিসাবে করোনা কালের ১১ মাস বন্ধ থাকা সামাজিক অনুষ্ঠান বিশেষ করে শিশুদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করল কেলেঘাই নদী তীরবর্তী সবং এর সুন্দরপুর গ্রামের মানুষজন ও সুন্দরপুর তপশীল বানী ক্লাব এর যুব সদস্যরা । পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো বিদ্যালয়গুলি বন্ধ থাকায় গ্রামের শিশুরা একটানা ১১ মাস ঘরবন্দী থেকে মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছিল , পাশাপাশি গ্রামীন এলাকার মা-বোন ও বয়স্কদের বদ্ধ দশা ও একঘেয়েমি কাটাতে এই অনুষ্ঠান আয়োজন উদ্যোক্তাদের ।

কচি -কাঁচা দের নাচ , গান , খেলাধুলা , ছদ্মবেশ এর পাশাপাশি লোকযাত্রা , সঙ্গীতানুষ্ঠান সংগঠিত হয় । অনুষ্ঠান মঞ্চে টিভি অনুষ্ঠানের মতো লেজার লাইট দেখে গ্রামবাসীরা খুব খুশি ।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামেরই ছেলে ও নয়াপুট হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই , কাঁথি চন্দ্রামনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা স্বপ্না রানী মন্ডল , খড়িকা হাইস্কুলের শিক্ষক কাশীনাথ ভঞ্জ , সুন্দরপুর প্রাথমিক স্কুলের শিক্ষক একাদশী ভঞ্জ ,নিতাই সাঁতরা , এড়াল প্রাথমিক স্কুলের শিক্ষক শ্রীকান্ত ঘোড়ই প্রমুখ ।

অনুষ্ঠান উদ্বোধন করেন আন্দুল কলেজের গ্রন্থাগারিক রবীন্দ্রনাথ ঘোড়ই । উদ্যোক্তাদের পক্ষে নরেন্দ্রনাথ ঘোড়ই , অরুন ঘোড়ই , শোভনসুন্দর ঘোড়ই , তাপস ঘোড়ই ,দীপঙ্কর ঘোড়ই , নৃপেন ঘোড়ই , সাগর ঘোড়ই ,শুভঙ্কর ঘোড়ই ,অমিত ঘোড়ই , হরেকৃষ্ণ ঘোড়ই পাঁচ দিনের অনুষ্ঠান কোভিড বিধি মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।



Comments


bottom of page