top of page

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ ! মাইকিং করে সমুদ্রে যেতে নিষেধ মান্দারমণি কোষ্টাল থানার

দেবকুমার জানা , প্রতিনিধি : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তাই মাইকিং করে মৎস্যজীবীদের সমুদ্রের যাওয়ার নিষেধাজ্ঞা করলেন মন্দারমনি কোস্টাল থানা ।

আগামী ৪ ও ৫ আগস্ট ছোট নৌকো বা বড় নৌকো নিয়ে সমুদ্রে যাওয়া যাবে না । গভীর সমুদ্রে ভয়ানক নিম্নচাপ সৃষ্টি হয়েছে । তাই তাজপুর , শংকরপুর , মন্দারমনি ও শৌলা সমুদ্র উপকূলবর্তী এলাকা ঘুরে মৎস্যজীবী ও এলাকাবাসীকে সচেতন করলেন মান্দারমনি কোস্টাল থানার ভারপ্রাপ্ত অফিসার শুভজিৎ সরকার ও এস আই অজিত কুমার মুনিয়ান । তারা জানান মানুষের বিপদে ও আপদে মন্দারমনি কোস্টাল থানা সর্বদা রয়েছে । যেকোনো রকম পরিস্থিতির জন্য আমরা তৈরি আছি ।


Comments


bottom of page