প্রতিনিধি : রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচনে শাসক দলের পক্ষ থেকে সন্ত্রাস, ব্যাপক ছাপ্পা এবং সাংবাদিকদের উপর নিগ্রহের প্রতিবাদে রাজ্যের সাথে সাথে কাঁথিতেও এর প্রতিবাদে বামফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং এস.ডি.ও. অফিসে অবস্থান কর্মসূচি চলে।
নেতৃত্ব দেন রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আশীষ প্রামানিক, পরিতোষ পট্টনায়েক ও বামফ্রন্টের কাঁথি মহকুমার আহ্বায়ক হরপ্রসাদ ত্রিপাঠী ,কানাই মুখার্জি, চিত্ত দাস, সঞ্জীত দাস, প্রদীপ দাস, ভবানী বেরা, সমিরেন্দ্রনাথ কলা, তাপস মিশ্র, গোকুল ঘড়াই, পিনাকী দাস সহ অন্যান্য নেতৃত্বগন।
কাঁথি জুনপুট রোড সুকুমার সেনগুপ্ত ভবনের কাছ থেকে বিশাল মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে এস.ডি.ও. অফিসে এসে অবস্থান করে। এখানে নেতৃত্বগন শাসকদলের গণতন্ত্র হত্যা ,সাংবাদিক ও মহিলাদের উপর নির্যাতন এবং ব্যাপক ছাপ্পার বিরুদ্ধে নিন্দা করে বক্তব্য রাখেন। সামনের রাস্তা দীর্ঘ সময় অবরোধ করে রাখেন।
Comments