top of page

আটটি ব্লককে বন্যা কবলিত ব্লক হিসেবে ঘোষণার দাবিতে বামফ্রন্টের বিক্ষোভ কর্মসূচি

প্রতিনিধি : পূর্ব মেদিনীপুর জেলার আটটি ব্লককে বন্যা কবলিত ব্লক হিসেবে ঘোষণার দাবিতে দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা অবদি জেলার তিনটি জায়গায়- পটাশপুর, মুগবেড়িয়া ও ভগবানপুরে বামফ্রন্টের ডাকে গণঅবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।


এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সি.পি.আই(এম)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব, মিনতি ঘোষ ,সুজন চক্রবর্তী, সি.পি.আই (এম)-এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক ও বামফ্রন্টের আহ্বায়ক নিরঞ্জন সিহি, সি.পি.আই রাজ্য পরিষদ সদস্য কল্যাণ ব্যানার্জি, আর.এস.পি.-এর জেলা সম্পাদক অমৃত মাইতি, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অশ্বিনী সিনহা, পরিতোষ পট্টনায়েক সহ বামফ্রন্টের নেতৃত্বগন।

তিনটি জায়গায় সভাপতিত্ব করেন মুগবেড়িয়াতে হিমাংশু দাস, পটাশপুরে সুব্রত পন্ডা, ভগবানপুরে সত্য দাস। বর্তমান সময়ে জেলার বন্যা বিধ্বস্ত এলাকার সাধারণ ক্ষতিগ্রস্থ মানুষ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে দীর্ঘ সময় রাস্তা অবরোধ করেন ।

আজকের অবস্থান বিক্ষোভ সভাতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় । পাঁচটি দাবির ভিত্তিতে বানভাসি এলাকার বহু মানুষ অবস্থানগুলোতে অংশগ্রহণ করেন ।



Comments


bottom of page