top of page

বিডিওকে ডেপুটেশান দিল বামদল

প্রতিনিধি : বাধিয়ায় বন্যা ও সমুদ্র ভাঙ্গন নিয়ে রামনগর ১ ব্লকের BDO এর কাছে ডেপুটেশন দিলো CPIM। আজ সমুদ্র ভাঙ্গন ও বন্যা বিষয়ে কয়েক দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয় CPIM রামনগর এরিয়া কমিটির পক্ষ থেকে ।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সমুদ্র বাঁধের কাজ দ্রুত শেষ করতে হবে। সমুদ্রের উপছে পড়া জল গ্রামগুলিকে যাতে প্লাবিত না করে তার জন্য মাস্টার প্ল্যান করতে হবে। শঙ্কর পুর ও জলধায় দুটো ক্যানেল কে সংস্কার করে জল নিষ্কাশনের ব্যাবস্থা করতে হবে।

উপছে পড়া জল যাতে আবার সমুদ্রে চলে যায় তার জন্য প্রযুক্তিবিদের সাহায্য নিতে হবে। বাধিয়া অঞ্চলের এলাকা গুলিকে বন্যা প্রবন এলাকা হিসেবে চিহ্নিত করতে হবে।


Comentarios


bottom of page