top of page

সমুদ্র ভাঙ্গন নিয়ে জেলা প্রশাসকের কাছে

প্রতিনিধি : রামনগর বাসীর কাছে সব চাইতে বড় সমস্যা সমুদ্র ভাঙ্গন । তাই সি. পি. আই. এম. পার্টির নেতৃত্বে রামনগর জুড়ে ৩০ হাজার পরিবারে কয়েকটি দাবি নিয়ে স্বাক্ষর সংগ্রহ হয় ।

সভা, মিছিল, মহামিছিল হয় । ব্লক, এস. ডি. ও. অফিসে ডেপুটেশনে শত শত মানুষ অংশগ্রহন করে ।

আজ জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে অন্যতম -

  1. স্থায়ী সমুদ্র বাঁধ নির্মাণ করতে হবে।

  2. সমস্যা সমাধানে সর্বদলীয় কমিটি করতে হবে।

  3. নির্মাণ কাজের জন্য কমিটিতে সমুদ্র বিশেষজ্ঞ বেশি জনকে রাখতে হবে।

  4. যাদের জমি সমুদ্র গর্ভে গেছে বা বাঁধ নির্মাণের জন্য জমি লাগলে দুটি সরকারকে ক্ষতিপূরন দিতে হবে ।

  5. সমুদ্র বন্দরের কাজ দ্রুত শুরু করতে হবে ।

  6. ড্রেজিং নিয়মিত করতে হবে।

জেলা শাসক স্মারকলিপি গ্রহণ করেন। এবং দ্রুত কাজ শুরু করা ও দাবি গুলি পূরণ করার আশ্বাস দেন।

নেতৃত্ব দেন জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, সম্পাদক মন্ডলীর সদস্য আশিষ প্রামানিক, প্রদীপ দাস, কানন দাস, বিমলেন্দু দাস ।


Comments


bottom of page