top of page

কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধর্না ও বিক্ষোভ অবস্থান

হরেন চৌধুরী , মালদা : কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরু হয় নেতাজি মোড় এলাকা থেকে।

মাথায় কৃষক টুপি পড়ে মিছিলে অংশ নেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নূর ,তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী , তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দুলাল সরকার ও অম্লান ভাদুরি, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস। এছাড়াও মিছিলে অংশ নেন শহর যুব তৃণমূল সভাপতি চন্দন মন্ডল সহ অন্যান্যরা।

শহর পরিক্রমা করে মিছিল পৌঁছায় মালদা শহরের ফোয়ারা মোড়ে। সেখানে কেন্দ্রীয় কৃষি বিল এর প্রতিবাদে ধর্না ও বিক্ষোভ অবস্থান শুরু হয় । বিক্ষোভ অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, গাজলের বিধায়িকা দিপালী বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুমলা আগারওয়াল ও শুভময় বসু , মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সরকার সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।

বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ শুরু করেন। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা শহরের ফোয়ারা মোড়ে বিভিন্ন ধরনের সবজি নিয়ে কৃষক টুপি পড়ে  বিক্ষোভ অবস্থানে সামিল হন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।


ADVERTISEMENT

コメント


bottom of page