top of page

বিশ্ব ডায়াবেটিস দিবসে ডায়াবেটিস সচেতনতা র‍্যালী ও বিনামূল্যে সুগার নির্ণয়

প্রতিনিধি : বিশ্ব ডায়াবেটিস দিবসে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রবিবার কাঁথি শহরে মেগা র‍্যালী অনুষ্ঠিত হল । কাঁথি লায়ন্স ক্লাব সহ কন্টাই চৌরঙ্গী লায়ন্স ক্লাব ও কন্টাই দারুয়া লায়ন্স ক্লাব যৌথ ভাবে এই কর্মসূচীর আয়োজন করে ।


সরস্বতীতলায় এই সচেতনতা যাত্রার সূচনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান ডা. জি. কে. ঘোষ। অন্যান্যদের মধ্যে ছিলেন কাঁথি পৌরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অনুতোষ পট্টনায়ক, কন্টাই চৌরঙ্গী লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি, দারুয়া লায়ন্স ক্লাবের সভাপতি ফরিদ মল্লিক, ডা. নন্দিতা পট্টনায়ক , সেক মইনুদ্দিন, তরুনকান্তি মহাপাত্র প্রমুখ । কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন তিনটি ক্লাবের সদস্য-সদস্যা ও অঙ্কন প্রতিযোগিতায় আসা প্রতিযোগীদের অভিভাবক-অভিভাবিকারাও র‍্যালীতে অংশগ্রহন করেন।

ক্যালট্যাক্স মোড়, পোস্ট অফিস মোড় ও চৌরঙ্গী মোড়ে পথসভা হয় । বক্তব্য রাখেন ডা. জি. কে. ঘোষ, ডা. অনুতোষ পট্টনায়ক, ক্লাবের প্রাক্তন সভাপতি ডা. গৌতম জানা, ডা. নন্দিতা পট্টনায়ক ।

পরে চৌরঙ্গী মোড়ে কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি ডা. গৌতম জানার নেতৃত্বে চৌরঙ্গী মোড়ে পথচলতি মানুষদের বিনামুল্যে সুগার নির্ণয় করা হয় । ডাঃ গৌতম জানা জানিয়েছেন প্রায় ১০০ জন মানুষের সুগার নির্নয় করা হয় ।



Comments


bottom of page