প্রতিনিধি : এগরা কিষান মান্ডীতে দুদিনের কৃষি সম্প্রসারণের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়ে প্রশিক্ষণ শিবির হল। জাতীয় খাদ্য সুরক্ষা মিশন ও তৈলবীজ উৎপাদন প্রকল্পে তৈলবীজ উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।
মুখ্য আলোচক ছিলেন জেলা কৃষি দফতরের যুগ্মকৃষি অধিকর্তা (প্রযুক্তি) সুমিত রায়, যুগ্ম কৃষি অধিকর্তা (তথ্য) দিলীপ মাইতি,সহ কৃষি অধিকর্তা (শস্যরক্ষা) স্নেহাংশু নায়ক। পরিচালনা করেন যুগ্ম কৃষি অধিকর্তা প্রশাসন এগরা মহকুমা প্রশান্ত মান্না । তৈলবীজ যেমন সূর্যমুখী, সরসে ও চিনা বাদাম চাষ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এগরা ১ ও ২ ব্লক, পটাশপুর ১ ও ২ ব্লক এবং ভগবানপুর ১ ব্লকের কৃষি দফতরের আধিকারিক ও কর্মচারীরা শিবিরে অংশগ্রহণ করেন ।
Comments