top of page

নাড়া পোড়ানো বন্ধ করতে আলোচনা

প্রতিনিধি : খেজুরি ২ নম্বর ব্লকের জনকাতে পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস পালন করা হয়। এলাকার কৃষকদের নিয়ে একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। বিষয় ছিল ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ানো।


উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম মন্ডল, সমষ্টি উন্নয়ন আধিকারিক ত্রিভুবন নাথ , পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্যামল দাস , কৃষি অধিকর্তা সুদর্শন ঘোড়াই। ব্লক কৃষি অধিকর্তা ডঃ প্রীতম জানা বলেন ধান কাটার পর বা ফসল তোলার পর গাছের যে গোড়া থেকে যায় সেগুলিকে না পুড়িয়ে জৈব সার হিসেবে ব্যবহার করলে অনেক অর্থ সাশ্রয় হয়। পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই ধানের খড় না পুড়িয়ে সেটিকে জৈব সার হিসেবে ব্যবহার করুন।



Comentários


bottom of page