প্রতিনিধি : দুয়ারে রেশন প্রকল্প নিয়ে রেশন ডিলার দের মধ্যে ক্ষোভ বাড়ছে। রবিবার ওয়েস্টবেঙ্গল এম.আর. ডিলার অ্যাসোসিয়েশনের কাঁথি শাখার বৈঠকে ক্ষোভ উগরে দিলেন সংগঠনের সদস্যরা।
লাইসেন্সের শর্ত অনুযায়ী রেশন সামগ্ৰী দোকানের বাহিরে নিয়ে গেলেই সেটি শাস্তিযোগ্য অপরাধ । দুয়ারে রেশন প্রকল্পে রেশন সামগ্ৰী বাহিরে গ্ৰাহকদের বাড়ির কাছে গিয়ে সরবরাহ করতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে আইন বিরুদ্ধ কাজ করছেন ডিলাররা । এ ব্যাপারে সরকার সুনির্দিষ্ট গাইড লাইন প্রকাশ না করায় আতঙ্কিত ডিলাররা ।
সরকার ডিলারদের ২ জন করে কর্মী নিয়োগে অর্ধেক বেতন এবং গাড়ি কেনার জন্য আর্থিক অনুদান দেওয়ার কথা বললেও এখন কোন পদক্ষেপ নেয়নি । প্রায় ৫ মাস কোন কমিশন পাননি ডিলাররা । এই পরিস্থিতিতে দুয়ারে রেশন প্রকল্প চালাতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ডিলাররা ।
এই অবস্থা বেশিদিন চললে প্রকল্প থেকে সরে আসা ছাড়া আর কোন উপায় থাকবেনা বলে মন্তব্য করলেন কাঁথি শাখার সভাপতি মদনমোহন দাস অধিকারী । পি. ও. এস. মেশিনের সার্ভার সমস্যা নিয়ে এদিনের সভায় সরব হলেন ডিলাররা । ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রেশন দিতে গিয়ে দুর্বল সার্ভারের জন্য দীর্ঘ লাইন পড়ছে। গ্ৰাহকরা ক্ষোভ প্রকাশ করলেও কিছু করার থাকছে না । অনেক জায়গায় ডিলাররা হেনস্থার শিকার হচ্ছেন । নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নানা সমস্যায় জেরবার ডিলাররা সরে দাঁড়ালে দুয়ারে রেশন প্রকল্প মুখ থুবড়ে পড়বে।
Commentaires