top of page

দেশপ্রাণ ব্লকে আত্মা প্রকল্পের মাধ্যমে পেংবা (মণিপুরী ইলিশ) মাছের চারা বিলি

প্রতিনিধি : দেশপ্রাণ ব্লকের কৃষি বিভাগের আত্মা প্রকল্পের মাধ্যমে এবং মৎস্য দফতরের উদ্যোগে ৭ জন মৎস্য চাষী ভাইকে পেংবা (মণিপুরী ইলিশ) মাছের চারা সাথে ৪০ কেজি খাবার এবং ২ কেজি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিতরণ করা হয় ।


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও , দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দাস, কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণা জানা, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সবুজ মাইতি, মৎস্য আধিকারিক অমিত কুমার দাস, বি.টি.এম. তীর্থঙ্কর চৌধুরী এবং এ.টি.এম ঋত্বিক গিরি প্রমুখ। বি.টি.এম. তীর্থঙ্কর চৌধুরী জানান ,ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে কয়েকটি ব্লকে মৎস্য দপ্তরের সহযোগিতায় মণিপুরী ইলিশ বা পেংবা মাছের চাষ শুরু হয়েছে ।

ইলিশের জায়গায় পেংবা সকলের মন জয় করে নিতে পারবে বলে আশা করা হচ্ছে । মৎস্য আধিকারিক অমিত কুমার দাস মহাশয় জানান , কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র (আত্মা) এবং মৎস্যদপ্তরের সহযোগিতায় পেংবা মাছের চারা এনে পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকে চাষ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে । পেংবা মাছের প্রচলিত নাম মণিপুরী ইলিশ । সারা দেশের মধ্যে সচরাচর মণিপুরে এই মাছের দেখা মেলে ।

মণিপুরবাসীর অত্যন্ত প্রিয় এই মাছ । অতুলনীয় স্বাদের জন্য এই মাছের চাহিদা রয়েছে । কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণা জানান যে আত্মা প্রকল্পের মাধ্যমে আমরা আগামী দিনে দেশপ্রাণ ব্লকের আরো মৎস্য চাষী ভাই কে নতুন কিছু চাষের জন্য উৎসাহিত করতে পারব ।


Comentarios


bottom of page