top of page

পটল চারা ও জৈব সার বিতরণ

প্রতিনিধি : খেজুরি ২ নম্বর ব্লক কৃষি দপ্তর এবং আত্মা প্রকল্পের সহায়তায় ব্লকের ১৫ জন কৃষককে পটলের চারা ও জৈব সার এবং ভার্মি কম্পোস্ট তুলে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে । ২০ জন কৃষককে আর.আই.আর. মুরগির বাচ্চা প্রদান করা হয় সাথে প্রাথমিকভাবে মুরগির খাবার এবং ফিডার প্রদান করা হয়েছে ।


খেজুরি ২ নম্বর ব্লকের বেশিরভাগ অঞ্চল সমুদ্র উপকূলবর্তী । এইসব অঞ্চলে জমির ভূমির অবস্থার পরিবর্তন ঘটিয়ে কৃষকরা বহুদিন ধরে উচ্ছের চাষ করে আসছেন । এখানে পটল চাষের সম্ভাবনাকে মাথায় রেখে আত্মা প্রকল্পের তরফ থেকে পটল চাষের উপর কৃষকের মেঠো স্কুল শুরু করা হয়েছে । পটলের চারা এবং অন্যান্য কৃষিজ উপকরণ বিতরণের সময় উক্ত স্থানে উপস্থিত ছিলেন খেজুরি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অসীম মন্ডল মহাশয় কর্মাধ্যক্ষ , শ্রী শ্যামল দাস মহাশয় এবং ব্লকের সহ- কৃষি অধিকর্তা ড. প্রীতম কুমার জানা ও বি.টি.এম. অর্ণব কান্তি দাস ও অন্যান্যরা ।


ความคิดเห็น


bottom of page