প্রতিনিধি : বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে সৌহার্দ্য ভ্রাতৃত্বের মিলন উৎসবের আয়োজন করলেন নন্দকুমারের কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতি।
ধান, দূর্বা, প্রদীপ থেকে চন্দন, ফোঁটার পরে মিষ্টিমুখ করানো রীতি মেনে শনিবার সকালে এলাকার প্রায় শতাধিক দিব্যাঙ্গ শিশু, বয়স্ক ও কর্মকর্তাদের ভাইফোঁটা দেন প্রতিবন্ধী বোনেরা ।
এদিন সমিতির পক্ষ থেকে ভাই-বোনেদের নতুন পোশাক উপহারের ব্যবস্থা ছিল। টিফিনে ছিল লুচি, তরকারি, সুজি, মিষ্টি আর দুপুরের মেনুতে ফ্রাইড রাইস, মাংস, মিষ্টি।
কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতির সম্পাদক শৈলজা বাড়ি বলেন, কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতি সারা বছর ধরে জেলা জুড়ে দিবাঙ্গদের সেবায় নিয়োজিত থাকে। দিব্যাঙ্গ ও বয়স্করা সমাজের প্রতিটি কাজে অংশগ্রহণ করতে পারে সেটা আবারও প্রমাণ করল, আজ ভ্রাতৃত্বের মেল বন্ধনের মিলন উৎসব ভাইফোঁটা থেকে । সকল রীতি মেনে বোনেরা ভাইদের ভাইফোঁটা দিল ।
Comments