প্রতিনিধি : সামুদ্রিক জলোচ্ছ্বাসে প্লাবিত খেজুরী ২ ব্লকের ,খেজুরী গ্ৰাম পঞ্চায়েত এলাকার চক অরকবাড়ী গ্ৰামের ১৫০ টি পরিবারকে শুকনো খাদ্য দিল কয়েকজন শিক্ষক বন্ধু ।
কাঁথি শহরের কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের চার শিক্ষক বন্ধু অমলেশ দাস, সলিল ভৌমিক, দেবাশীষ দাস ও শিবশংকর কোটাল আজ চক অরকবাড়ী গ্ৰামে যান এবং এলাকা ঘুরে দেখেন। কদিন আগে যশ ঝড় এবং সামুদ্রিক জলোচ্ছ্বাসে এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ী ভেঙ্গে তছনছ। মানুষদের মাথা গোঁজার জায়গা নেই।
ভয়ানক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন পরিবারের মানুষজন। মাথার উপর আকাশ আর খাদ্যের অভাবে দিশেহারা গ্ৰামবাসী । এই ভয়ঙ্কর পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো গুরুকুল । ঐ এলাকার শিক্ষক বন্ধু রত্নদীপ সামন্তের সহায়তা নিয়ে চার শিক্ষক পৌঁছে যান অরকবাড়ী গ্ৰামে ।
মুড়ি, চিড়া, চিনি, বিস্কুট, চানাচুর, দুধ ও সাবান তুলে দেন পরিবারগুলির হাতে। শিক্ষক অমলেশ দাস জানান কলকাতার কয়েক জন ইঞ্জিনিয়ার বন্ধু তাদের অর্থ সাহায্য করেছেন। আগামী দিন তারা রামনগর বিধানসভার তাজপুর ও শংকরপুরে যাবেন।
Comments