top of page

ঝাড়গ্ৰামের শবর সম্প্রদায়কে ত্রান রামনগর আনন্দমের

প্রতিনিধি : দীর্ঘ ২৯ বছর ধরে বঙ্গোপসাগরের উপকূলে পশ্চিমবঙ্গের এই প্রান্তভাগে রামনগর আনন্দম একটি স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংস্থা হিসেবে সামাজিক দায়বদ্ধতার নিরব প্রয়াস চালিয়ে আসছে।

নানান ব্যতিক্রমী কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হল ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি সংলগ্ন শবর সম্প্রদায়ের বাস সমৃদ্ধ গ্রামগুলোতে মানব সভ্যতার প্রাচীন এই ভারতীয় সহ মানুষদের পাশে থাকা। দুই হাজার কুড়ি সালের ইংরেজি নববর্ষের প্রথম দিনে শুরু হওয়া কর্মকাণ্ড একবছরের পূর্ণতা পেল ২০২১ এর পয়লা জানুয়ারি।

ডাঙরডিহা, তেলিঘানা ও কেন্দাপাড়া এই তিনটি গ্রামের সরল মানুষদের হাতে খাদ্য সামগ্রী ও নতুন শীতবস্ত্র তুলে দেয়া হলো রামনগর আনন্দম এর পক্ষ থেকে। পুরো এক বছর ধরে নিয়মিতভাবে একাধিকবার এই প্রচেষ্টা আনন্দম চালিয়ে আসছে। এই প্রচেষ্টায় আনন্দম্ কে যারা সাহায্য করেছেন তাদের প্রত্যেককে আনন্দম্ এর পক্ষ থেকে সম্পাদক সৌমেন দাস কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

আগামী দিনে আনন্দম্ ধরনের কর্মকাণ্ডে পাশে থাকার অনুরোধ জানিয়ে আনন্দম্ এই পথ আরো দীর্ঘতম পথ পাড়ি দিতে চায়। এই সফরে আনন্দম্ এর পক্ষ থেকে ভৈরব প্রমানিক, প্রবাল দত্ত, সৌমেন দাস ও কল্যাণ দাসেরা ছিলেন।



留言


bottom of page