top of page

কাঁথি থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা সময় এবং সংবাদ এর উদ্যোগে ছোটোদের "বসে আঁকো" প্রতিযোগিতা

প্রতিনিধি : কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারী নিয়ম কানুন মেনে শনিবার কাঁথির কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়ে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ।

'ক' এবং 'খ' এই দুটি বিভাগে ৫০ জন খুদে অঙ্কন শিল্পী অংশগ্ৰহন করে। প্রতিযোগিতার সূচনা করেন দুই শিক্ষক কল্যান দাস ও অমিত মাইতি । প্রত্যেক প্রতিযোগীকে উপহার হিসেবে খাতা কলম এবং সঙ্গে টিফিন দেওয়া হয় ।

এদের মধ্যে দশজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয় । সমবেত অনুষ্ঠানে শিক্ষক ও সমাজ কর্মী মানিক ঘোড়াই, সাংবাদিক বাসব বারিক, শিক্ষক দেবাশীষ দাস ও অমলেশ দাস উপস্থিত ছিলেন ।

ছোটদের সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি সংগীত ও অঙ্কন শিক্ষার প্রয়োজনীয়তা আছে বলে জানান প্রধান শিক্ষক বসন্ত ঘোড়াই ও শিক্ষক বিকাশ বারিক । সময় এবং সংবাদ পত্রিকার সারাবছরের কর্মসূচি নিয়ে বলেন অয়ন জানা । প্রতিযোগিতা পরিচালনা করেন অঙ্কন শিক্ষক দেবাশীষ মান্না, প্রত্যাশা ঘোড়াই, সায়ন মিশ্র, শিবকুমার রায় , শুভ মাইতি, চিন্ময় গিরি প্রমুখ । এই প্রতিযোগিতার আয়োজন করেছিল সময় এবং সংবাদ পত্রিকা । পত্রিকার সম্পাদক অনিন্দ্য জানা জানিয়েছেন আগামী মহালয়ার দিন স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হবে ।

Comments


bottom of page