প্রতিনিধি : বঙ্গোপসাগরের ঠেউ এসে আছড়ে পড়ে কাঁথি-১ ব্লকের এই মৎসজীবী গ্রাম রাঘুসর্দারবাড় জলপাই (শৌলা ) তে । কাঁথি শহর থেকে দশ কিমি দূরের এই প্রান্তিক গ্রামের অধিকাংশ মানুষের সারা বছরের বেশিরভাগ সময় কাটে সমুদ্রে মৎস্য আহরণে -জীবিকার প্রয়োজনে ।
কতিপয় স্কুল পড়ুয়া ও কিছু যুবক গ্রামের বরিষ্ঠ মানুষদের প্রস্তাব দেন , এই করোনা অতিমারিতে লকডাউন কালে শহরের ভিড় এড়াতে গ্রামেই দুর্গা পূজার আয়োজন করতে চাই । গ্রামবাসীর সহমতের ভিত্তিতে নব কিশলয় সংঘের কচি কাঁচারা গ্রামের মানুষের বাড়ি বাড়ি সাহায্য চেয়েই এই পূজার আয়োজন । প্রত্যেকেই সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।
মূর্তি বানিয়েছে ওই গ্রামেরই ছেলে নয়াপুট হাইস্কুলের দ্বাদশের ছাত্র শিবুরাম নাটুয়া । শিবুরাম স্কুলে সরস্বতী মূর্তি গড়ে হাত পাকিয়ে ছিল । প্রতিমা শিল্পী শিবুরামের কথায় , হেডস্যার আমাকে বিদ্যালয়ে পিঠ চাপড়ে সাহস দিয়ে স্কুলের সরস্বতী মূর্তি গড়তে দিয়েছিলেন , তাই আজ সাহসে ভর করে দুর্গা মূর্তিও গড়ে ফেললাম । হেডস্যার বলতেন , মানুষ পারেনা এমন কোন কাজ পৃথিবীতেই নেই ! যা কিছু দেখছিস , সবই মানুষেরই সৃষ্টি ।
আজ মহাষষ্ঠী র পুন্যলগ্নে মানুষের ভালোবাসার আহ্বানে সাড়া দিয়ে বিদ্যালয়ের দত্ত্বক নেওয়া এই গ্রামের পূজা উদ্বোধন করেন নয়াপুট হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই । মণ্ডপের ফিতে কেটে - প্রদীপ প্রজ্বলন করেন উপস্থিত অতিথিবৃন্দ । উপপ্রধান ধনঞ্জয় প্রামাণিক , গ্রামের ছেলে ও মানিক পাড়া হাইস্কুলের শিক্ষক রাজারাম মাঝি , কাঁথি চন্দ্রামনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা স্বপ্না রানী মন্ডল ঘোড়ই , গ্রামের বরিষ্ঠ নাগরিক লঙ্কেশ্বর মাঝি প্রমুখ ।
প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই পূজা উদ্যোক্তা কুড়ি জন যুবকের হাতে কুড়িটি আম্রপালি আমের চারা তুলে দেন । অনুষ্ঠান পরিচালনা করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বাসুদেব মাঝি । নব কিশলয় সংঘের সম্পাদক খোকন মন্ডল ও সভাপতি অসীম বেরা জানান গ্রামের এই পুজোর দিনগুলিতে দূরত্ব বিধি মেনে , মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে মাত্রই আরাধনার পাশাপাশি মা বোনদের ও শিশুদের বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার প্রদানের ব্যবস্থা থাকবে ।
Comments