top of page

নয়াপুট সুধীর কুমার হাইস্কুলের এন.সি.সি. ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমন

প্রতিনিধি : দীর্ঘ গ্রীষ্মাবকাশ, বিদ্যালয় বন্ধ। ঘরে আবদ্ধ শিশুমন। হাঁপিয়ে উঠছে তরুন প্রজন্ম। তারই ফাঁকে কাঁথি ১ ব্লকের নয়াপুট সুধীর কুমার হাইস্কুলের এন.সি.সি. ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমন সংঘঠিত হল ।


৫০ জন রাষ্ট্রীয় রণশৈক্ষ বাহিনীর ( National Cadet Corps ) ছাত্র ছাত্রী ,কতিপয় অভিভাবক, এন.সি.সি. প্রশিক্ষক মধুমিতা রথ ও ছাত্রাবাসের সুপার দীপক মন্ডল সহ অন্যান্য সহকর্মীবৃন্দ জঙ্গল মহলের ঝাড়গ্রাম জেলার ডুলুং নদীর চিল্কিগড়ের প্রাচীন কনকদূর্গা মন্দির, জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক ও রাজবাড়ি দর্শন করলো।

উৎসাহী ছাত্র ছাত্রীরা ডুলুং নদীতে স্নানও করে। বিভিন্ন ধরনের উদ্ভিদ ও পশুপাখীদের ঘুরে ঘুরে চাক্ষুষ করে ছাত্র-ছাত্রীরা বেজায় খুশী। খুব সুন্দরভাবে ছুটির মধ্যেও শিশুমনের একঘেয়েমি নিরসনে এই শিক্ষামূলক ভ্রমন সুসম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই।



Comments


bottom of page