প্রতিনিধি : যেখানে আনন্দ সেখানে শিক্ষা । আর শিক্ষামূলক ভ্রমণ মানেই তো ভ্রমণের মাধ্যমে শিক্ষালাভের আনন্দ। আর ভ্রমণই একমাত্র পারে আমাদেরকে আবিস্কারক হিসেবে গড়ে তুলতে। যেখানে শুধু তত্ত্ব নয় , সত্যকে মানুষ উপলব্ধি করে । পুস্তকের পাতা থেকে বেরিয়ে সে পৃথিবীর পাতায় পাতায় জ্ঞানলাভ করে - বাস্তব অভিজ্ঞতা অর্জন করে ।
হয়ে ওঠে সে "সবার আমি ছাত্র"। দীঘা চক্রাধীন মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক, স্বয়ম্ভর গোষ্ঠী ও শিক্ষা অনুরাগীদের সহযোগিতায় এক আকর্ষণীয় শিক্ষামূলক ভ্রমণ ও চড়ুইভাতির আয়োজন করা হলো দিঘা ঢেউসাগরে। পার্কের মনোরম ফুলের শোভা, রঙীন পাখি, দীঘা বিজ্ঞান কেন্দ্রে সৌর জগতের স্পেস শো এবং
জলজ প্রাণীর 3D শো দেখে সমস্ত ছাত্রছাত্রী আনন্দে আপ্লুত। মধ্যাহ্নে পাতে পড়লো ভাত, ডাল, বাঁধাকপি, মুরগির মাংস, চাটনি, মিষ্টি আর আইসক্রিম। বিকেলে হলো সবথেকে মজার টয়ট্রেন চড়া । আর সন্ধ্যায় পুরোনো দিঘায় সমুদ্রসুন্দরীর দর্শন । সবমিলিয়ে আজকের দিনটা সবার কাছে স্মরণীয় হয়ে রইল। সংবাদটি জানান শিক্ষক শান্তনু কুন্ডু।
コメント