প্রতিনিধি : ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ , সংখ্যা প্রায় ২ লক্ষ পেরিয়ে গেছে। এই সময় মানুষের মধ্যে সচেতনতার অভাব যথেষ্ট। তাই মানুষের সেবায় মানুষ কে সচেতন করতে উই কেয়ার স্বেচ্ছাসেবী সংস্থা আজ পথে নামে।
এগরা S.D.O. অফিস থেকে এগরা সেনাপতি মার্কেট পর্যন্ত সমস্ত দোকান ও পথচারীদের মাস্ক পরতে বলা হয় , ভিড় এড়িয়ে চলার জন্য সচেতন করা হয়। এই ভাবে সচেতনমূলক কর্মসূচি পালন করা হয়।
এবং তার সাথে তাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়। প্রায় ২৫০ জনের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। সংস্থার সভাপতি সুভাষ নন্দ জানায় উই কেয়ার গত বছরেও করোনা পরিস্থিতি মোকাবিলায় নেমেছিলো ।
করোনার দ্বিতীয় ঢেউতে লড়াই করার জন্য বিভিন্নভাবে আমরা মানুষকে সচেতন করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি। সংস্থার সকল সৈনিকদের তিনি এই কর্মসূচি তে যোগদান করার জন্য ধন্যবাদ জানান ।
Commentaires