প্রতিনিধি : ফেয়ার ফিল্ড এক্সেলেন্স সংস্থার চতুর্থ স্টাডি সেন্টার কাঁথি-১ ব্লকের নয়াপুট অঞ্চলের পুরুষোত্তমপুর গ্রামে অভাবী পরিবারের পনেরো জন ছাত্র-ছাত্রীদের নিয়ে পথ চলা শুরু করল আজ। ছাত্র-ছাত্রীদের হাতে আজ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। ওই এলাকারই বাসিন্দা সংস্থার সদস্য তপন প্রধান স্টাডি সেন্টারটি চালানোর জন্য উনার একটি কক্ষ প্রদান করেন।
আজ এই সেন্টারটির উদ্বোধন করেন আমেরিকা নিবাসী বৈজ্ঞানিক কৌস্তভ সাহু ও কৌশিক সাহু। উপস্থিত ছিলেন সংস্থার পক্ষে সভাপতি তেহেরান হোসেন,সম্পাদক সনাতন জানা, এফ. এফ. ই লিভিং ব্লাড ব্যাংক ইনচার্জ সুনীল দাস,সদস্য তপন প্রধান প্রমুখ।
সম্পাদক সনাতন জানা বলেন, "আজ আমাদের চতুর্থ স্টাডি সেন্টার চালু হলো। বাকি তিনটি স্টাডি সেন্টার চলছে কাজীবসান,বৈকুণ্ঠপুর ও দারুয়া তে। চারটি স্টাডি সেন্টারে প্রাথমিক স্তরের মোট ৯৮ জন ছাত্রছাত্রী পঠনপাঠন করছে। খুব অভাবী পরিবারের সন্তানদের এই স্টাডি সেন্টার গুলোতে পাঠদান করা হয়।
শিশুরা যাতে নিয়মিত পড়াশুনার চর্চায় থাকে সেই উদ্দেশ্যেই এই কাজ আমরা করে থাকি।" সভাপতি তেহেরান হোসেন বলেন, "যে পরিবার গুলো শিশুদের ঠিকমত দেখাশুনা করতে করতে পারে না সেই সব পরিবারের শিশুরাই আমাদের স্টাডি সেন্টারে পড়ে। আমরা চেষ্টা করি শিশুদের সর্বাঙ্গীন বিকাশের। শুধু পড়াশুনা নয়,খেলার নানান উপকরণ ও আমাদের স্টাডি সেন্টারে থাকে। পড়াশুনা শুরুর আগে আধঘন্টা ওরা খেলাধুলা করে।"
Comments