top of page

পারিবারিক সহায়তা কেন্দ্রের সাফল্য সভা

প্রতিনিধি : আজ বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সমাজ কল্যাণ পর্ষদ ও রাজ্য সমাজ কল্যাণ পর্ষদের তত্ত্বাবধানে কাঁথি ধর্মদাসবাড়ে পারিবারিক সহায়তা কেন্দ্রের অফিসে ৬৪ তম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হল। উক্ত সভায় পৌরহিত্য করেন কাঁথি আদালতের ব্যাবহারজীবি গৌতম সাহু মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার আরো দুই সদস্য মাননীয় সঞ্জিত রঞ্জন দাস, কাঁথি উপোসংশোধনাগারের পরামর্শদাতা সুদিপ্ত মন্ডল,কাজলা জনকল্যানের দিপালী পন্ডা, অমৃত প্রধান প্রমুখ ।

উক্ত সভায় গত তিন মাসের কাজের পর্যালোচনা, কিছু সমস্যা মুলক বিষয় নিয়ে আলোচনা ও গত তিন মাসে পারিবারিক সহায়তা কেন্দ্রর সাফল্য নিয়ে আলোচনা হয় । তৎসহ ভবিষ্যতের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পারিবারিক সহায়তা কেন্দ্রর পরামর্শদাতা সুমিত দাস জানান বর্তমানে সোশ্যাল মিডিয়া, টিভির কিছু কিছু সিরিয়াল সংসারে খুব ক্ষতি করছে, মানুষ স্বাধীনতা, শালীনতা, শৃঙ্খলা সব কিছু গুলিয়ে ফেলেন আর তাতেই সমস্যা বৃদ্ধি পায়, তিনি জানান বর্তমান সময়ে সবাই দায়িত্ব থেকে দূরে পালাতে চায়, অবৈধ সম্পর্ক ,একে অপরকে সম্মান না করা এরম নানান কারণে সংসারে ভাঙনের দেখা দিচ্ছে, তাই মানুষ কে সিদ্ধান্ত নেওয়ার আগে বহূবার ভেবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন কারণ বিচ্ছেদটা সঠিক সমাধান নয়।

উপস্থিত সকলে সমর্থন করেন ওনার বক্তব্য, তৎসহ সংসার বাঁচিয়ে রাখার ক্ষেত্রে পারিবারিক সহায়তা কেন্দ্রর যে প্রচার ও প্রসার করনীয় তা নিয়মিত করার পরামর্শ দেন ও সবরকম ভাবে অফিসের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আর কিছু আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।


Comments


bottom of page