প্রতিনিধি : সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলার এগরা ও কাঁথি মহকুমার ১৩ টি ব্লকের ক্ষেতমজুর নেতৃত্ব, কর্মীদের নিয়ে কর্মশালা সংগঠিত হয় কাঁথি জুনপুট অফিসে। কর্মশালার শুরুতেই প্রয়াত নেতা নুরুল আলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃত্বগন। কর্মশালার প্রধান বক্তা ছিলেন রাজ্য কমিটির সম্পাদক নিরাপদ সর্দার,গন আন্দোলনের নেতা নিরঞ্জন সিহি,জেলা সম্পাদক হিমাংশু দাস।
সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আশীষ প্রামাণিক। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য চিত্ত দাস, প্রতিমা মন্ডল ও রাজ্য কাউন্সিল নেতা সুদর্শন সামন্ত সহ জেলা সম্পাদক মন্ডলীর নেতৃত্বগন। কর্মশালায় ২৩০ খেতমজুর কর্মী উপস্থিত ছিলেন। ক্ষেত মজুরের নিজস্ব দাবি সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তোলার বিষয়ে নেতৃত্বগণ বক্তব্য রাখেন ।
আগামী ৫ ই এপ্রিল দিল্লিতে শ্রমিক ,কৃষক,ক্ষেতমজুর সংগঠনগুলির পক্ষে দিল্লির পার্লামেন্ট ভবন অভিযান করবেন। এই জেলা থেকে প্রায় ৩০০ জন কৃষক শ্রমিক ক্ষেতমজুর এই অভিযানে অংশ গ্রহন করবেন। একই দিনে বিকাল ৪ টায় তমলুকের নিমতৌড়ি জেলা কেন্দ্রে ১২ টি ব্লক নিয়ে কর্মশালা শুরু হয়। ১২০ জন কর্মী উপস্থিত ছিলেন। রাজ্য কমিটির সদস্য ফরিদ আলী,রাজ্য কাউন্সিল নেতা সুভাষ খাঁড়া সহ নেতৃত্বগণ । এখানে প্রধান বক্তা ছিলেন রাজ্য সভাপতি তুষার ঘোষ ।
Comments