প্রতিনিধি : মহকুমা শহর কাঁথিতে এই প্রথম স্ট্রিট আর্ট ওয়ার্কশপের আয়োজন করেছিল সৃজিতা ও আর্ট ওয়েভ। সারস্বতী ক্লাবের সামনে এই ওয়ার্কশপে ছবি আঁকেন কাঁথিরই শিল্পী অভিষেক নন্দী, বোধিস্বত্ব দাস, তনুশ্রী বেরা ও মধুছন্দা মজুমদার।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী থেকে এসেছিলেন তুহিনা দাস। সঙ্গে ছিলেন সুদীপ মাইতি ও অনিন্দ্য জানা। স্কাল্পচার আর্টিস্ট সোমনাথ দাস ও তার প্রতিভা তুলে ধরেন ।
সামগ্ৰিক আয়োজনে ছিলেন কৃষ্ণা নন্দী । কাঁথির এই শিল্পীরা শহরের রাজপথের পাশে দাঁড়িয়ে ক্যানভাসে ফুটিয়ে তুললো রঙ্গীন ছবি। শিল্পীদের ভাবনায় উঠে এল নানান ছবি । আঁকা-বাঁকা কত রং-রেখা ভেঙ্গে গড়লো জীবনের রং ছবি। ছবি আঁকা দেখতে দাঁড়িয়ে যান কত পথচলতি মানুষজন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন সারস্বতীর গৌতম রায়, রীতা রায়,পুলক মাইতি,সরোজ ঘোড়াই প্রমুখ।
গৌতম রায় জানান, কাঁথিতে এধরনের উদ্যোগ সম্ভবত প্রথম। অঙ্কন শিল্পীদের সময় এবং সংবাদ এর পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। শেষে ছিল সোমনাথ দাসের লোকসংগীত। সময় এবং সংবাদ পত্রিকার সম্পাদক অনিন্দ্য জানা শিল্পীদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এরপর সৃজিতা ও আর্ট ওয়েভের পক্ষ থেকে শংসাপত্র ও স্মারক তুলে দেন অভিষেক নন্দী ও সুদীপ মাইতি। শহরের মধ্যে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বহু পথচলতি মানুষ। শিল্পীরাও উৎসাহিত হয়।
Comments