top of page

দেশপ্রাণে মৎস্য চাষের প্রশিক্ষণ

প্রতিনিধি : দেশপ্রাণ ব্লকে মৎস্য দপ্তরের উদ্যোগে আত্মা প্রকল্পের অধীন ঢোলমারী সারথী আত্মা দলের ১০ জন মহিলাকে নিয়ে মৎস্য প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হয়। এই গ্রুপকে ক্যাপাসিটি বিল্ডিং এবং সীড মানি ১০,০০০ ( দশ হাজার টাকা) দেওয়া হবে ।


উক্ত শিবিরে উপস্থিত ছিলেন দেশপ্রান ব্লকের মৎস্য দপ্তরের অধিকর্তা অমিত কুমার দাস, কাঁথি-৩ মৎস্য অধিকর্তা প্রসূন কুমার মাইতি, কৃষি কর্মাধ্যক্ষ কৃষ্ণা জানা, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সবুজ মাইতি, এ. টি. এম. চন্দন প্রধান ও দেবজ্যোতি সাউ প্রমুখ ব্যাক্তিগণ।

ব্লক টেকনোলজি ম্যানেজার তীর্থঙ্কর চৌধুরী জানান আমরা আত্মার প্রকল্পের মাধ্যমে দেশপ্রান ব্লকে নিত্য নতুন চাষ বাড়ানোর চেষ্টা করছি, দেশপ্রাণ ব্লকের মহিলাদের মৎস্য চাষে উৎসাহিত করার জন্য, আগামী দিনে আরও নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে ।



Comments


bottom of page