প্রতিনিধি : নন্দীগ্রামের স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও পরিচালন সমিতি এবং হেঁড়িয়া স্কুল বাজার বন্ধু গোষ্ঠীর যৌথ উদ্যোগে ভগবানপুর-২ নং ব্লকের মৈশালী গ্রামে বন্যা দুর্গত প্রায় ৩৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
আগে থেকে বন্ধু গোষ্ঠী ক্লাবের সদস্যরা গ্রামটিতে সমীক্ষা করে তালিকা প্রস্তুত করেন এবং সেই তালিকা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. রতন কুমার সামন্ত, শিক্ষক নারায়ণ চন্দ্র বেরা, শিক্ষাকর্মী সুব্রত বেরা, প্রদীপ কুমার দাস । বন্ধু গোষ্ঠীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি গৌরহরি জানা, সম্পাদক আকাশ জানা, রাজকুমার সামন্ত ও পিন্টু প্রধান প্রমুখ ।
কর্মসূচৗ রূপায়নে আর্থিক সাহায্য ও উৎসাহ দিয়েছেন সমাজসেবী ও শিক্ষক স্বপন ঘাঁটা । এদিনের কর্মসূচৗ সুষ্ঠুভাবে রূপায়িত হওয়ার জন্য ত্রাণ বিতরণের সঙ্গে সংযুক্ত সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালন সমিতির সভাপতি ড. অনিন্দ্য কিশোর ভৌমিক ।
Comments