প্রতিনিধি : দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন সকালে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল কাঁথি লায়ন্স ক্লাব।
এলসি আই এফ ফান্ডের সহায়তায় কাঁথির সরস্বতী তলায় ক্লাবের নিজস্ব অফিসে এই খাদ্য সামগ্রীগুলো তুলে দেওয়া হয়েছে ।প্রসঙ্গত সাম্প্রতিক কালে ঘূর্ণিঝড় আমফানের জেরে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ।
দুরমুঠ পঞ্চায়েতের তেমনই ক্ষতিগ্রস্ত ১৫ টি পরিবারের হাতে এদিন এই খাদ্য সামগ্রী গুলো তুলে দেওয়া হয় । কাঁথি লায়ন্স ক্লাবের মার্কেটিং চেয়ারপারসন শান্তনু গিরি জানিয়েছেন দুঃস্থ পরিবার গুলির হাতে এদিন পর্যাপ্ত পরিমাণে চাল, ডাল, চিড়া, আলু, পেঁয়াজ ও নুন তুলে দেওয়া হয়েছে। শান্তনু বাবু জানিয়েছেন দুরমুঠ গ্রাম পঞ্চায়েতের অন্যতম জনপ্রতিনিধি স্বপন মাইতির নেতৃত্বে এই দুর্যোগ কবলিত মানুষ গুলো এ দিন ক্লাবে এসে এই সামগ্রী গুলি নিয়ে যায়।
এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুবিমল মাইতি সহ লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ সি ওয়ান এর তিন জেলা কমিটির সদস্য লায়ন এনামুল আলি খান, লায়ন ডা: গৌতম জানা ও লায়ন মধুসূদন দাস অধিকারী।
এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য লায়ন বারিদ বরণ মণ্ডল, ক্লাবের ত্রাণ বন্টন কমিটির চেয়ারম্যান লায়ন চম্পক ভট্টাচার্য, ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন অশোক নন্দ, লায়ন মনতোষ পাহাড়ি, লায়ন কমলেশ মাইতি, লায়ন রাজকুমার দুয়ারি, লায়ন ইন্দ্রনীল সামন্ত, সম্পাদক লায়ন তপন কুমার সাহু প্রমুখ। শিবিরটিকে সাফল্য মন্ডিত করার জন্যে সকলকে ধন্যবাদ জানান ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন সুস্মিত মিশ্র ।
Comments