দেবকুমার জানা , প্রতিনিধি : কদিন আগে সমুদ্রের নোনা জল ঢুকে প্লাবিত হয়েছিল শংকরপুর ও চাঁদপুরের মাঝামাঝি জামড়া শংকরপুর গ্ৰাম।
সামুদ্রিক জ্বলোচ্ছ্বাসে বোল্ডারের বাঁধানো বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছিল গ্ৰামে। ঘরে শুধু জল ঢুকেছিল এমনটা নয় , ধান জমিতে নোনা জল ঢুকেছিল তাই ফসল নষ্ট।
এই পরিস্থিতিতে চরম বিপদে গ্ৰামের মানুষ। চরম সংকটের সময় গ্ৰামের মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক অখিল গিরি । বুধবার বিকেলে তালগাছাড়ী ২ গ্ৰাম পঞ্চায়েতের বোধড়া শংকরপুর এলাকায় গিয়ে বিপদগ্ৰস্থ মানুষের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু , পেঁয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী।
বিধায়ক অখিল গিরি ও রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্রের হাত থেকে খাদ্য সামগ্রী পেয়ে গ্ৰামবাসি খুশি। পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ জানা বিতরন পর্ব পরিচালনা করেন।
Watch Video -
Comments