প্রতিনিধি : ভগবানপুর-২ ব্লকের জুখিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও বিভেদকামী নীতির বিরুদ্ধে ও আগামী ২১ শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 'ধর্মতলা চলো' অভিযান সফল করার লক্ষে জুখিয়া বাজার থেকে বুড়ির দোকান বাসস্ট্যান্ড পর্যন্ত কয়েক হাজার মানুষের পদযাত্রা ও জুখিয়া বাজার সংলগ্ন মাঠে জনসভা আয়োজিত হয় । সভায় সভাপতিত্ব করেন স্থানীয় গ্রামপ্রধান অম্বিকেশ মান্না ।
পদযাত্রায় নেতৃত্ব ও জনসভায় বক্তব্য রাখেন বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন দাস, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শশাঙ্ক শেখর জানা, গ্রাম প্রধান অম্বিকেশ মান্না, অশ্বিনী খাটুয়া, আল্পনা শীট, সেক রমজান, বিষ্ণুপদ দাস প্রমুখ নেতৃবৃন্দ। বিধায়ক উত্তম বারিক জুখিয়া সহ ভগবানপুর-২ ব্লকের বিভিন্ন এলাকায় বিজেপির মেরুকরণ ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন বিজেপির জনবিরোধী ও বিভেদকামী নীতির ফলশ্রুতিতে সারা দেশের অর্থনীতি ও জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। মোদীর বিকল্প নেত্রী হিসাবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি চলো অভিযান সফল করতে সকলকে সংঘবদ্ধ হতে হবে। সেই সাথে আগামী ২১ শে জুলাই 'ধর্মতলা চলো' অভিযানকে জনজোয়ারের রূপ দেওয়ার জন্য সকলকে সচেষ্ট হওয়ার আবেদন জানান মামুদ হোসেন। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শশাঙ্ক জানা বিজেপির বিরুদ্ধে গণআন্দোলনে জোয়ার আনার ডাক দেন ।
Comentarios