প্রতিনিধি : সব কিছু ঠিক থাকলেই আসন্ন পৌর নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলায় হবে আগামী ২৭ ফেব্রুয়ারী । আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়ন ও মারধর করার অভিযোগ উঠেছে বারংবার শাসক দলের বিরুদ্ধেই । যদিও এই সব ওঠা অভিযোগ সবক্ষেত্রেই অস্বীকার করেছে ঘাসফুল শিবির । এই নির্বাচন হবে অধিকারীদের গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার খাসতালুক কাঁথি পৌরসভা এবং তমলুক,এগরা পৌরসভার ।
ইতিমধ্যে নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনীতির অঙ্গ হিসেবে বর্তমান দেখা যাচ্ছে দল বদলের রাজনীতি । তেমনি গত ২১শে -এর ১লা জানুয়ারি বর্তমান রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে ওনার ছোট ভাই কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী পরিচালিত পৌর কাউন্সিলারদের বোর্ড যোগদান করে কাঁথির ডরমেটরি ময়দানে বিজেপির যোগদান মেলায় ।
এক বছর এক মাস পূর্ন করার পরই বিজেপি দলে কাজের সুযোগ নেই, শুধুই ধর্ম নিয়ে রাজনীতি, ভ্রান্ত নীতির অভিযোগ তুলে কাঁথি পৌরসভার প্রাক্তন কাউন্সিলার বিজেপিতে যোগদানকারী ৫ জন এদিন আবারো পুরোনো দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । এদিন কাঁথি পৌর এলাকার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, পৌরপ্রশাসক হরিসাধন দাস অধিকারীদের উপস্থিতিতে প্রাক্তন দুই কাউন্সিলার অতনু গিরি , সোনা বেরা যোগদান করেন এবং বাকি তিনজন যোগদান করবেন বলেই লিখিতভাবে জানিয়েছেন তারা ।
Comments