top of page

সেন্টেনিয়াল লায়ন্স ক্লাব এর প্রতিষ্ঠা দিবস উদযাপন

প্রতিনিধি : কন্টাই সেন্টেনিয়াল লায়ন্স ক্লাব তাদের পঞ্চম প্রতিষ্ঠা দিবস পালন করলো । ২০১৭ সালের ১৭ ই জানুয়ারি সম্পূর্ণ রূপে মহিলা পরিচালিত এই ক্লাব লায়ন শতবর্ষের আলোয় তাদের পথ চলা শুরু করে ।

কাল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ও লায়ন্স ডিস্ট্রিক্ট 322C1 এর galaxy অফ্ dignitaries এর উপস্থিতি তে এই অনুষ্ঠান এর উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন উদয় নারায়ণ সাহু ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন আগমনী সিনহা ।

তৎসহ ছিলেন ফার্স্ট ভিডিজি লায়ন আশিস কুমার সালুই, সেকেণ্ড ভি ডি জি লায়ন পার্থ চ্যাটার্জী , পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মিনাক্ষ মাইতি, জি এম টি কো অর্ডিনেটর লায়ন অর্ণব মাইতি, আর সি ও লায়ন অরবিন্দ মালী, রিজিওন চেয়ারপারসন লায়ন ডক্টর গৌতম জানা , জোন চেয়ারপারসন লায়ন ইন্দ্রজিৎ জানা প্রমুখ । প্রদীপ প্রজ্জ্বলন এর পর কেক কেটে চার্টার ক্লাব এর চার্টার মেম্বার দের হাতে পুষ্পস্তবক ও উপহার তুলে দেন গভর্নর ।

সেই সঙ্গে এই দিন গভর্নর প্রেসিডেন্ট আগমনী সিনহা , পাসট প্রেসিডেন্ট অতসী মণ্ডল সেক্রেটারি অনিতা রয় ও পাসট সেক্রেটারি সুচন্দ্রা মাইতি র হতে সেন্টেনিয়াল ডায়মন্ড পিন তুলে দেন। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মেঘলা জানা, ঘানশ্যমালা দাস, শ্রীপর্ণা মণ্ডল ও পাপড়ি মল্লিক । এছাড়া চার্টার চেয়ারপারসন অনিতা হাঁসদা চার্টার নাইট অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ও কবিতা আবৃত্তি করেন । চার্টার নাইট উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এ বছর ও সেন্টেনিয়াল ক্লাব তাদের চার্টার নাইট ইস্যু "লাইভ" প্রকাশিত করে ।

লায়ন পার্থ চ্যাটার্জী এই পত্রিকা র উদ্বোধন করেন , তাঁকে সাহায্য করেন বুলেটিন চেয়ারপারসন সূচন্দ্রা মাইতি । একই সঙ্গে এই দিন ডিস্ট্রিক্ট গভর্নর ক্লাব এর অফিসিয়াল ভিজিট ও করেন । গভর্নর ও তাঁর ক্যাবিনেট সেক্রেটারি সেন্টেনিয়াল এর খাতা পত্র অফিসিয়াল রেকর্ডস দেখে ভীষণ খুশি হয়েছেন এবং প্রশংসা করেছেন। এই ক্লাব এর সদস্যারা যে খুব নিষ্ঠার র সঙ্গে ও যত্ন সহকারে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ গুলো করে , যা কিনা অনেক পুরনো ক্লাব ও এত নিখুঁত কাজ করতে পারে না । সমস্ত সম্মনীয় অতিথিবৃন্দ ক্লাব এর কাজকর্মে এ ও অনুষ্ঠান পরিচালনায় উচ্ছাসিত ও আপ্লুত । সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন প্রাক্তন সভানেত্রী অতসী মণ্ডল । সব শেষে উল্কা ব্যান্ড এর গান ও ফেলোশিপ ডিনার দিয়ে প্রোগ্রাম শেষ হয় ।


Comments


bottom of page