প্রতিনিধি : দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি ও আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন চন্ডীভেটীবাড় প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং হলদিয়ার চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের পরিচালনায় ও সহযোগিতায় অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা দেশপ্রান ব্লকের চন্ডীভেটীবাড় প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু ও ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় ।
এই পরীক্ষা শিবিরে আমতলিয়া, আঁউরাই, ধোবাবেড়িয়া, সরদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে মোট ৩২৫ জন রোগী চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে ১২৩ জন রোগীর ছানি ধরা পড়ে। যাদের ছানি ধরা পড়েছে তাদের চৈতন্যপুর নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। অভিজ্ঞ চিকিৎসকমন্ডলীর পক্ষে ছিলেন অমল কুমার জানা, সুস্মিতা স্মাইল, সুভাষ কুইতি।
মিশনের পক্ষ থেকে ছিলেন মলয় কুমার সামন্ত ও পঞ্চানন জানা। কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মঞ্জুশ্রী মাইতি ও কৃষ্ণপ্রসাদ দাস।চন্ডীভেটী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম প্রধান, আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সেক আনসার হোসেন। আনসার জানান কাজলা জনকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে, এই শিবিরটি করার জন্য পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রাম থেকে রোগীর উপকৃত হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সামসুল দপ্তরী, কবিতা গুচ্ছাইত এবং বিদ্যালয়ের শিক্ষকগণ। চক্ষু পরীক্ষা শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা।
Comentários