top of page

বিনামূল্যে অনলাইন লাইভ ক্লাস

প্রতিনিধি : বিনামূল্যে অনলাইন লাইভ ক্লাস কাঁথি এবং তার আশেপাশের এলাকার কিছু ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকার সম্মিলিত প্রয়াসে জুন মাসের ২০ তারিখ থেকে "দৃষ্টি" (DRISTII - Dream of Raising Intellectual Students Through Impactful Ideas) নামে একটি সংস্থা সম্পূর্ণ বিনামূল্যে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন ক্লাস শুরু করেছে। তাদের মুখ্য উদ্দ্যেশ্য হলো দরিদ্র্য ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এবং বিজ্ঞান মনস্ক করে তোলা।


অনলাইন লাইভ ক্লাসের পাশাপাশি তথাকথিত বই ভিত্তিক শিক্ষার বাইরে গিয়ে বাস্তব উদাহরণের মাধ্যমে বিজ্ঞানকে বুঝতে এবং জানতে শেখা। ভবিষ্যতে তারা বিজ্ঞান বিভাগের পাশাপাশি কলা বিভাগের ছাত্রছাত্রীদের পড়ানোর কথা ভাবছে এবং তার জন্য ইচ্ছুক শিক্ষক শিক্ষিকাদের আহ্বান জানিয়েছে।

ছাত্রছাত্রীদের পড়ার সামগ্রী তথা বই, খাতা, পেন ইত্যাদি দিয়ে সাহায্য করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে ওয়াকিবহাল করানোর প্রচেষ্টা করবে। তাছাড়া, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই মহৎ প্রয়াসের সঙ্গে যুক্ত হয়েছেন বা ভবিষ্যতে হবেন তাঁদের উপযুক্ত পরিকাঠামো প্রদান করা যাতে তারা সুষ্ঠ ভাবে ক্লাস নিতে পারেন ।

যোগাযোগ : 9093523583 / 9382173990 / 8918997065




Comments


bottom of page