প্রতিনিধি : শ্রদ্ধা , আবেগ ও শপথের অঙ্গীকার নিয়ে অগ্নিযুগের বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৩ তম আত্মবলিদান দিবস পালন করল কাঁথি শহীদ ক্ষুদিরাম সুরক্ষা সমিতি ৷
করোনা অতিমারীর সংক্রমনের জন্য এ বছর অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হয়েছিল ৷ স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে মাল্যদান অনুষ্ঠিত হয় ৷ মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী ।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাথি শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির অন্যতম সদস্য কেশব চন্দ্র দাস , তমাল সামন্ত , তনয় রঞ্জন ভূঞ্যা, অশোক দাস, সুশান্ত জানা প্রমুখ । বিকেলে শহীদ ক্ষুদিরাম বসুর জীবন সংগ্রাম নিয়ে একটি ভার্চুয়াল অনলাইন সভার আয়োজন করা হয়েছে ৷ এই সভায় উপস্থিত থাকবেন সারাবাংলা ক্ষুদিরাম জন্মশতবার্ষিকী কমিটির অন্যতম সদস্য শিক্ষক তপন কুমার সামন্ত ৷
শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক বিশ্বজিৎ রায় জানান — "করোনা সংক্রমনের ভয়াবহতার জন্য অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে ৷ স্বাস্থ্যবিধি মেনে মাল্যদান অনুষ্ঠিত হয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে৷"
Comentarios