প্রতিনিধি : বিজ্ঞান শিক্ষকদের সংগঠন কন্টাই সায়েন্স একাডেমীর সপ্তম বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয় কন্টাই পাবলিক স্কুলে । প্রথমে স্বামীজির পূর্নাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিজ্ঞানী বিধান কুমার ভৌমিক । এরপর পাবলিক স্কুলের মিটিং হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞানী ড. চিন্ময় কুমার দাস । প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রকর সোমনাথ মাইতি ও পরমাণু বিজ্ঞানী ড. বিধান কুমার ভৌমিক । স্বাগত ভাষণ দেন কন্টাই পাবলিক স্কুলের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস। উদ্বোধক ড. দাস "Development of Scientific Temper" এর উপর সুদীর্ঘ মনোগ্রাহী বক্তব্য উপস্থাপন করেন । ড. দাস বলেন 'সমাজের প্রকৃত বিকাশ ও অগ্রগতির জন্য মানুষের বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা অত্যন্ত জরুরী' ।
সোমনাথ মাইতি বিজ্ঞানের সঙ্গে শিল্পকলার যোগসাজস স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন । ড. বিধান কুমার ভৌমিক বর্তমানে বিজ্ঞান শিক্ষায় সংকট ও তার উত্তরণের উপায় বিষয়ে আলোকপাত করেন । এরপর কন্টাই সায়েন্স একাডেমীর বার্ষিক বিজ্ঞান পত্রিকা "বিজ্ঞান বর্ণালী" এর পঞ্চম সংখ্যার প্রকাশ হয় । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কাঁথি প্রভাত কুমার কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ্ত পঞ্চধ্যায়ী। পাবলিক স্কুলের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন । সংস্থার সম্পাদক দিলীপ বেরা, বরুন জানা ও শ্রেয়ম জানা উপস্থিত ছিলেন।
Comments