স্টাফ রিপোর্টার : আজ কাঁথি ১ নম্বর ব্লকের তেঁতুলমুড়ি গ্রামের তেঁতুলমুড়ি শিশু শিক্ষা নিকেতনে " দি অয়ন এন্ড ফ্রেন্ডস"- বাংলা মিউজিক ব্যান্ড এর পক্ষ থেকে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে মাস্ক, স্যানিটাইজার ,সাবান সহ কিছু খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হলো । প্রায় ৬০ জন শিশুকে এদিন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জুনবনী হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ বেরা , বিশিষ্ট সংগীত শিল্পী মনিন্দ্র মাইতি , সাংবাদিক অনিন্দ্য জানা ,গ্রাম সদস্য সহ অন্যান্যরা। উপস্থিত সকলকে মাস্ক-স্যানিটাইজারের ব্যবহার এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়। দি অয়ন অ্যান্ড ফ্রেন্ডস এর পক্ষে উপস্থিত ছিলেন অয়ন জানা, দেবকুমার জানা, চিন্ময় গিরি, শুভ্রকমল দাসশর্মা, সুমন সেনাপতি এবং মৃনাল কান্তি দাস। সংস্থার পক্ষ থেকে অয়ন জানায় লকডাউনের সময়ে তারা তাদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। উপস্থিত সবাইকে সামাজিক দূরত্ব এবং সকল বিধিনিষেধ এর কথা বোঝানো হয় । বাংলা ব্যান্ড- এর এই উদ্যোগে গ্রামের মানুষ খুব খুশি।
top of page
bottom of page
コメント