top of page

তুষারকান্তি মেদিনীপুরের অদ্বিতীয় হস্তশিল্পী।



প্রতিনিধি : বাঁশ ও নারকেল ফলের বর্জ্য পদার্থ দিয়ে তৈরী হয় বিভিন্ন জিনিসপত্র৷ গত কয়েক বছর ধরে মাধাখালী-এক্তারপুর ফার্মার্স ক্লাবের আয়োজিত পূর্ব মেদিনীপুর জেলার সর্ব বৃহৎ কৃষিমেলার প্রদর্শনী অনুষ্ঠানে তুষারকান্তি মাইতির হস্তশিল্পের কারুকার্য অনেকেই আস্বাদন করে মুগ্ধ হয়েছেন - মাধাখালিতে৷



স্বাধীনতার প্রাক্কালে (১৯৪৭ সালে) জন্ম । প্রায় তিয়াত্তর বছর বয়স্ক চিরযুবা তুষার কান্তি বাবুর বাসস্থান পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ভূপতিনগর থানার এক প্রত্যন্ত গ্রাম - চিড়াকুঠি ৷ হস্তশিল্পে প্রসিদ্ধ চিড়াকুঠি গ্রামের হস্তশিল্পী তুষার কান্তি মাইতি৷ উনি পূর্ব মেদিনীপুর জেলার ডিআইসি এর অন্তর্ভুক্ত একজন হস্তশিল্পী৷



NABARD পোষিত ফার্মার্স ক্লাবের কর্ণধার সিইও ওমপ্রকাশ মাইতি এবং এসিও সচ্চিদানন্দ জানা তুষারবাবুকে প্রতিবছর আমন্ত্রণ করে নিয়ে আসেন এবং পুরস্কৃত করেন । ২৪শে জুলাই ২০২০, শনিবার, ২০২০-২১ বর্ষের কৃষিমেলা অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশগ্রহণ করবার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাতে গিয়ে শিল্পীর বাসস্থানে সজ্জিত হস্তশিল্প দেখে উনারা সবাই মুগ্ধ ৷ বাড়ির মধ্যেই যেন এক বিশাল প্রদর্শনী! এখনও তুষারবাবু তেমনভাবে প্রচারের আলোয় আসেন নি৷ এইভাবে গ্রামের অজস্র মহামূল্যবান শিল্পকলা আদর আর কদরের অভাবে আলোহীন হয়ে সভ্যতার অতল তলে তলিয়ে যায় বহু শিল্পকলা৷ নচেৎ এই হস্তশিল্পের সুন্দর ও সুদৃশ্য শিল্পকলা রপ্তানী করে বহু বৈদেশিক মুদ্রা অর্জন হতে পারতো ৷



Comments


bottom of page