প্রতিনিধি : পাইকবাড় জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় লায়ন্স ক্লাব অব কন্টাই আগামী'র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় । সার্বজনীন লক্ষ্মী নারায়ণ পূজো ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ।
উদ্বোধন করেন উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা । উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক রাজশেখর মন্ডল, ব্যাবস্থাপক ক্লাবের সম্পাদক রতন মন্ডল, সহ-সম্পাদক বিশ্বজিৎ গিরি, সভাপতি মোহন নন্দ, সহসভাপতি শশাঙ্ক শেখর মাইতি, মনোজ কুমার গিরি প্রমূখ ।
লায়ন্স ক্লাব অব আগামী'র পক্ষ থেকে সভাপতি বীথি পন্ডা, কোষাধ্যক্ষ অজয় গিরি প্রমুখ লায়ন সদস্যবৃন্দ। আজকের শিবিরে মোট ৩০ জন রক্ত দান করেন, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করেন যথাক্রমে ৪৪ ও ৫৬ জন যাদের মধ্যে ৫ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের প্রতিশ্রুতি দেওয়া হয়। স্বাস্থ্য শিবিরগুলো পরিচালনা করেন বিলেশ্বর সামন্ত, কৃষ্ণেন্দু গিরি, মৃন্ময় কুন্ডু সহ বিশিষ্ট ডাক্তার বাবুরা ।
Comments