প্রতিনিধি : সময় এবং সংবাদ পত্রিকা পরিবারের উদ্যোগে কাঁথি পৌরস্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় লায়ন্স ক্লাব অব কন্টাই এর পরিচালনায় কাঁথি শহরের কিশোরনগরে সোমবার এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় । সঙ্গে ছিল কোভিড ভ্যাকসিনেশন কর্মসূচি ।
শিবিরের উদ্বোধন করেন কাঁথি পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য তথা কাঁথি প্রভাত কুমার কলেজ পরিচালন কমিটির সভাপতি সুপ্রকাশ গিরি । প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীনমিত্র মীর মমরেজ আলি ও নয়াপুট সুধীর কুমার হাইস্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই । সম্মানীয় অতিথি ছিলেন কাঁথির পৌরপ্রশাসক হরিসাধন দাস অধিকারী ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক, ডাঃ জি. কে. ঘোষ এবং সুস্মিত মিশ্র । সকাল দুপুরের এই কর্মসূচির শুভ সুচনা করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ।
পথচলতি মানুষদের মাস্ক ও স্যানিটাইজার বিতরনের পাশাপাশি করোনাবিধি নিয়ে আলোচনা করেন তরুণ বাবু। কোভিড যোদ্ধা হিসাবে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সদের সম্বর্ধনা দেওয়া হয় । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মমরেজ আলি ও বসন্ত ঘোড়ই । জনসচেতনতা মূলক এই কর্মসূচী পরিচালনা করেন সময় এবং সংবাদ পত্রিকার সম্পাদক অনিন্দ্য জানা ।
পরে বিশেষ স্বাস্থ্য শিবির হয় । শিবির চলাকালীন এলাকার দুঃস্থদের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় । কম্বলগুলি তুলে দেন সমাজসেবী সুপ্রকাশ গিরি ও মীর মমরেজ আলি। শিবিরে অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন । সামগ্ৰিক পরিচালনার দায়িত্বে ছিলেন রীতা রায় , কাবেরী পন্ডা, কল্যান দাস ও অয়ন জানা ।
Comments