প্রতিনিধি : ABTA ও ABPTA ( পটাশপুর ২ আঞ্চলিক শাখা ) এর যৌথ উদ্যোগে কোভিড আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে রেড ভলেন্টিয়ার্সদের হাতে স্বাস্থ্য উপকরন সামগ্রী তুলে দেওয়া হয়। ২ টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লো মিটার, থার্মাল গান, ব্লাড প্রেশার পরিমাপক যন্ত্র, ব্যাটারী চালিত স্প্রে মেশিন, স্যানিটাইজার, হাইপোক্লোরাইড, ফিনাইল ,পি.পি.ই. কিট, গ্লাভস এবং মাস্ক , নগদ ৫০০০ টাকা।
এ. বি. টি. এ. জোন সম্পাদক অসীম কুমার প্রধান আগামী দিনে কোভিড আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সব রকম সাহায্যের আশ্বাস দেন এবং কোভিড আক্রান্ত পরিবারের ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে ভর্তিতে অর্থনৈতিক সাহায্য করার কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা অসীম কুমার প্রধান, অসীম গোস্বামী, মালতী আচার্য, প্রীতি চৌধুরী। রেড ভলেন্টিয়ার্সদের পক্ষে সাবের মল্লিক, আশুতোষ নন্দী , গণ আন্দোলনের নেতৃত্ব সুব্রত পন্ডা,কালিপদ দাস মহাপাত্র, আশীষ শী, বলরাম মন্ডল প্রমূখ। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন এ.বি.টি.এ. এর জোন সভাপতি বাদল শাসমল।
Comments