top of page

উচ্চমাধ্যমিকের কৃতিদের সম্বর্ধনা

প্রতিনিধি : পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কাঁথি মহকুমা ও কাঁথি ১ ব্লক এর উদ্যোগে ব্যাবস্হাপনায় কাঁথি ১ ব্লকের রাজ্যে স্থানাধিকারী ৩ জন কৃতি ছাত্র-ছাত্রী কে সম্বর্ধিত ও মিষ্টিমুখ করানো হয় । মৈশালী ত্রৈলোক্য বিদ্যাপীঠের ছাত্রী ইতিরানী পাত্র (৪৯২) রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে , সে ভবিষ্যতে ইংরেজিতে শিক্ষিকা হতে চায় । খুব সাধারণ পরিবারে কষ্টে পড়াশুনা করেছে । তার বাবা সাধারণ শ্রমিক ।


কাঁথি মডেল ইনস্টিটিউশন এর দুই ছাত্র প্রিয়ব্রত মাঝি (৪৯০) ও শৌনক আচার্য্য (৪৮৯) ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। দুই ছাত্রের বাবা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত । শিক্ষক সংগঠনের অন্যতম সুযোগ্য নেতৃত্ব শিক্ষারত্নপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কাঁথি পৌরসভার বর্তমান কাউন্সিলর ড. নিরঞ্জন মান্না উক্ত ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে সকল প্রকার সাহায্যের আশ্বাস দেন ।


উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সভাপতি সত্যজিৎ কর , সম্পাদক স্বপন কুমার জানা , প্রধান শিক্ষক দেবাশিস দাস ,শিক্ষক বাচস্পতি বর ,জ্যোতির্ময় দাস ,স্বপন পয়ড়্যা ,ড. তুহিন মেইকাপ ,শ্রীকান্ত দাস ,অনুপম জানা , শুকদেব সামন্ত সহ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃত্বগণ ।


Comments


bottom of page