top of page

গয়াগিরি-তে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা , আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ৩

চিন্ময় গিরি , প্রতিনিধি : গাড়ী চলাচল শুরু হতেই ঘটছে একের পর এক দুর্ঘটনা। আজ, বুধবার বিকেল 3 টা নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটলো পুর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার গয়াগিরি তে। ব্যাংকের টাকা বহনকারী গাড়ির ধাক্কায় ৩ জন গুরুতর আহত। ঘটনাটিকে ঘিরে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা ।

স্থানীয় সুত্রে জানা গেছে এরা পূর্ব মেদিনীপুর জেলার NH116B কাঁথি - নন্দকুমার রোডে কাঁথি থেকে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুটিতে ছিলেন একজন এবং বাজাজ পালসার গাড়িতে ছিলেন দুজন ।দুটি মোটর বাইক পাশাপাশি মেনরোড বরাবর আসছিল, অপর দিক থেকে আসা অর্থাৎ নন্দকুমারের দিক থেকে আসা একটি টাকা বহনকারী ব্যাংকের গাড়ি,ওই বাইক চালকদের ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে,ঘটনাস্থলে মৃত্যু হয় দুজন যুবকের এবং আহত হন একজন। কিন্তু স্কুটি টি ওই গাড়ির সাথে আটকে যাওয়ার কারণে, টাকা বহনকারী ব্যাংকের গাড়িটিতে আগুন লেগে যায় , দুরমুঠ তেল পাম্প এর কাছে ।এরপর দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নেভানো হয়। মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন । তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুড়ে যাওয়া গাড়িটিকে ক্রেন এর সাহায্যে মারিশদা থানায় নিয়ে যাওয়া হয়।ঘটনাস্থলে মারিশদা থানার পুলিশ ,পুড়ে যাওয়া গাড়িটির কিছু নমুনা সংগ্রহ করে রাখেন তদন্তের স্বার্থে।


ঘাতক ব্যাংকের টাকা বহনকারী গাড়ির ড্রাইভার পলাতক, খোঁজ শুরু করেছে পুলিশ।


留言


bottom of page