দেবকুমার জানা , প্রতিনিধি : মান্দারমনি হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৮ ই জুন হোটেল খোলার আবেদন পত্র নিয়ে ছুটে গেলেন রামনগর দু'নম্বর ব্লক প্রশাসনের কাছে ও মন্দারমনি থানা , কালিন্দী ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছে । রামনগর ২ নম্বর ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ জানান -"আমি জানি সরকার হোটেল খোলার অনুমতি দিয়েছেন , খুলতে পারেন ,আমি আপনাদেরকে অনুমতি দেওয়ার আগে কালিন্দী অঞ্চলের সাথে কথা বলে জানাবো " ।কালিন্দী অঞ্চলের প্রধান স্বপন দাস জানান- "হোটেলের পাশাপাশি যে সমস্ত জনবসতি আছে ওরা আমাকে লিখিত আবেদন করে গেছে যাতে হোটেল না খোলা হয় করোনা পরিস্থিতিতে। তাই আমি অঞ্চল বোর্ড কমিটির সাথে বসে সিদ্ধান্ত নিয়ে জানাবো হোটেল খোলা হবে কি হবে না । জানাবো হোটেল অ্যাসোসিয়েশনকে ।" হোটেল অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে জানানো হয় - আমরা হোটেল খোলার আগে সমস্ত হোটেল "স্যানিটাইজ করব। সমস্ত নিয়মকানুন মেনে চলব এবং গ্রামের যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে দেখব ।" এই আশা নিয়ে World Guards এর পক্ষ থেকে রামনগর ২ নম্বর ব্লক বিডিও অফিস স্যানিটাইজ করা হয় এবং সমস্ত হোটেল স্যানিটাইজ এর কাজ চলছে। উপস্থিত ছিলেন হোটেল মালিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সিদ্ধান্ত হয় আগামী ৮ জুন, ২০২০ থেকে সমস্ত হোটেল খোলা যেতে পারে।
top of page
bottom of page
Comentários