top of page

পাঁউশিতে সেন্টিনিয়াল লায়ন্স ক্লাবের হাইজিন বিষয়ক সচেতনতা

প্রতিনিধি : রবিবার ভূপতিনগরের পাঁউশিতে অন্ত্যঃদয় অনাথ আশ্রমের স্নেহছায়া শিশু আবাসে ১৫০ জন দুঃস্থ কন্যাদের হাইজিন বিষয়ক সচেতনতা ও পুষ্টিকর খাবার যেমন সর্ষের তেল, ভেজিটেবিল তেল, মুসুর- মুগ ডাল,ডালিয়া,বিস্কুট,সোয়াবিন,সাবান, ব্যবহৃত কিছু সামগ্রী দেওয়া হয়।


সেন্টিনিয়াল লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সভানেত্রী সুছন্দা মাইতি, অতসী মণ্ডল , সুপ্রিয়া জানা, সর্বানী কর , পাপড়ি মল্লিক উপস্থিত ছিলেন । আবাসে শিশুদের স্বাস্থ্যকর পরিবেশ ও শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ এবং শিশুদের শৃঙ্খলাবোধ আচরণ খুবই মুগ্ধ করে তোলে। শিশুদের হাতের তৈরি পণ্য সামগ্রী খুবই সুন্দর ।

পড়াশুনা ছাড়াও তারা সব কাজে নাচে-গানে-খেলায় পারদর্শী। শেষে সভানেত্রী সকল সদস্যকে এবং এই আবাসের সম্পাদক বলরাম করণ মহাশয়ের সুস্বাস্থ্য কামনা করে আবাসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান ।



Comments


bottom of page