top of page

কালিয়াচকে বেআইনি ফেনসিডিল পাচারচক্রের হদিস পেল পুলিশ এবং বি এস এফ

হরেন চৌধুরী, মালদা : কালিয়াচকের বেআইনি ফেনসিডিল পাচার চক্রের বিশাল একটি রেকেটের হদিশ পেল পুলিশ । পাশাপাশি পৃথকভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল,  গাঁজাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ ।

রবিবার রাতে পৃথকভাবে অভিযান চালিয়ে বিএসএফ এবং কালিয়াচক থানার পুলিশ বেআইনি ফেনসিডিল এবং গাজাগুলি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোজামপুর এলাকার বালুগ্রাম এলাটার একটি বাড়িতে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ । ওই বাড়ির একটি গোডাউন থেকে উদ্ধার হয় ২৪ হাজার ৬০০ বোতল ফেনসিডিল। উদ্ধার হওয়া এই ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা ।

বেআইনিভাবে সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা নিয়েছিল মাদক কারবারীদের দল । যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । ওই এলাকার সেকবাদ শেখের বাড়িতে একটি গোডাউনে বিপুল পরিমাণ এই ফেনসিডিল গুলি মজুত করা ছিল। কালিয়াচক থানার আইসি আশিস দাসের নেতৃত্বে এদিন অভিযান চালানো হয়। পুলিশি অভিযানের আগাম আঁচ পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনায় পুলিশ ওই পাচারকারীদের খোঁজ শুরু করেছে।


Comments


bottom of page