top of page

বামুনিয়া অঞ্চলে 'চোর তাড়াও, বাংলা বাঁচাও'

প্রতিনিধি : কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের ডাকে ২০ শে নভেম্বর "গ্রাম জাগাও-চোর তাড়াও-বাংলা বাঁচাও" শ্লোগান তুলে দেশপ্রাণ এরিয়া কমিটির বামুনিয়া অঞ্চলের পদযাত্রা পশ্চিম কাদুয়া প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কাদুয়া, শিকারপুট, বামুনিয়া, দামোদরদত্তবাড়, বিশ্বনাথপুট, তেঠাইপাদা, ছোটবানতলিয়া, ভবানীচক, আদাবেড়্যা ঘুরে বড়বানতলিয়ায় শেষ হয়।


পদযাত্রা শুরু করেন কৃষক নেতা পার্টির জেলা কমিটির সদস্য সঞ্জিত রঞ্জন দাস, পদযাত্রায় নেতৃত্ব দেন সুতনু মাইতি, তরুন মাইতি, গৌতম প্রধান, অশোক জানা,আশিষ পণ্ডা, চিত্ত পাত্র, অঞ্জলী পাত্র। ১০০ দিনের কাজ ২০০ দিন করা, বকেয়া মজুরি মেটানো, সামাজিক

সুরক্ষা, মূল্য বৃদ্ধি রোধ, ধর্মীয় বিভাজন, চুরি, খুন, সন্ত্রাস, ধর্ষণ, পঞ্চায়েতে লুটের বিরুদ্ধে শ্লোগান তুলে শতাধিক মানুষের পদযাত্রা চলে। পদযাত্রার শেষে সভা হয়। এরিয়া কমিটির সম্পাদক তাপস মিশ্র সকলকে অভিনন্দন জানান এবং আগামী ২৬ শে নভেম্বর হে‌ড়িয়ায় সূর্য মিশ্রর জনসভায় যাওয়ার আহ্বান জানান ।



Comments


bottom of page