top of page

কাঁথির ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবারের লাইব্রেরী কাম স্টাডি সেন্টার এর উদ্বোধন

প্রতিনিধি : কাঁথির ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবারের স্বপ্নের প্রকল্প লাইব্রেরী কাম স্টাডি সেন্টার এর উদ্বোধন হয়। সকাল থেকে নানান সেবামূলক কাজের মাধ্যমে দিনটি উদযাপন করে এই সংস্থা। এই যাত্রাপথের শুরুতে সংস্থার তরফে আয়োজন করা হয়েছিল মহতী রক্তদান শিবিরের। রক্তদান শিবিরের শুভ সূচনা করেন গ্রাসরুট এডুকেশনের ডিরেক্টর নিলয় পাল।


রক্ত সংগ্রহ করেন কাঁথি ব্লাড ব্যাংক। এই শিবিরে দুজন মহিলা সহ মোট ২৬ জন রক্তদান করেন। একইসঙ্গে চলতে থাকে স্বাস্থ্য পরীক্ষা শিবির । রক্তের শর্করা নির্ণয় ও গ্রুপ নির্ণয়ের কাজও চলতে থাকে। ১৩৬ জনের সুগার ও গ্রুপ নির্ণয় করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ শুভম গিরি।

এরপরে লাইব্রেরি কাম স্টাডি সেন্টারের উদ্বোধন হয়। যেখানে গতকাল থেকেই WBCS সহ অন্যান্য সমতুল্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আবাসিক প্রশিক্ষণ শিবির শুরু হল‌ । স্টাডি সেন্টারটি উদ্বোধন করে থ্যালাসেমিয়া আক্রান্ত এক ছোট্ট শিশু সুমনা জানা ।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশপ্রান ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ জানা সহ অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ।সম্পাদক সনাতন বলেন, "আমাদের এই লাইব্রেরি কাম স্টাডি সেন্টারটি নির্মাণকার্য সম্পন্ন হয়েছে আমাদের সদস্য ও শুভানুধ্যায়ীদের দেওয়া অর্থ সাহায্যের উপর। যারা আমাদের এই কাজটি করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্টজনকে"।

সভাপতি তেহেরান হোসেন বলেন, "আমরা এই শুভকার্য একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর হাত দিয়ে করে সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া চেষ্টা করেছি। আমাদের এই আবাসিক শিবিরে এখন তিনজন ছাত্র থাকবে। যাদের থাকা খাওয়া থেকে শুরু করে উপোযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করেছি। আমরা আশাবাদী আগামীদিনে আমরা এখান থেকে আধিকারিক হিসাবে কয়েকজনকে পাবো"।



Comments


bottom of page